রবিবার, ২১ জুলাই ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

কয়রায় ফসলের মাঠ পরিদর্শন করলেন ইউএনও অনিমেষ বিশ্বাস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরেজমিন গবেষণা বিভাগ খুলনার সার্বিক সহযোগিতায় কয়রার বিভিন্ন এলাকায় বিনা চাষে আলু, রসুন, সুর্যমুখী, গম, বার্লি, টমেটো, বেগুন সহ নানা ধরনের ফসল উৎপাদন করছে কৃষকরা। ইতিমধ্যে ভালো ফলন পেয়ে কৃষকরা উৎসাহিত হয়ে উঠছে। গত শনিবার বিকাল ৩ টায় এ সকল ফসলের মাঠ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এ সময় তিনি ফসল উৎপাদন দেখে সন্তোশ প্রকাশ করে বলেন, এ সকল কৃষকদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, লেডিস ক্লাবের সভাপতি বিপাশা বিশ্বাস,প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, সরেজমিন গবেষণা বিভাগের এমএলটি সাইটের বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com