শনিবার, ২০ জুলাই ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন

কয়রায় মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট বিতরনে এমপি বাবু \ মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ও সুযোগ বৃদ্ধি করেছে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

কয়রা (খুলনা) প্রতিনিধি \ খুলনা-৬ কয়রা- পাইকগাছা সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু বরেছেন, মুক্তিযোদ্ধারা এ দেশের গর্বিত সন্তান। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে তারা আমদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বিভিন্ন সম্মাননা ও সুযোগ সৃষ্টি করেছেন। আজ এ সার্টিফিটেট ও আইডি কার্ড মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ও সুযোগ সৃষ্টি করেছে। দেরিতে হলেও আপনারা ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট আইডি কার্ড হাতে পেয়েছেন। কয়রা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার আহবানে আপনারা মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করে আমাদের লাল সবুজের পতাকার স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছেন। জীবত ও মৃত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি রইলআমার অশেষ শ্রদ্ধা ও ভালবাসা । পরিশেষে আমি বলতে চাই আপনারা সকলেই শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকুনুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা ও নাছিমা আলম, কয়রা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজী, মাহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল­াহ আল মাহমুদ, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল সহ শতশত নেতাকর্মী। অনুষ্ঠান শেষে উপজেলার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সার্টিফিকেট ও আইডি কার্ড প্রদান করেন অতিথি বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com