কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ জাতীয়তাবাদী যুবদল কয়রা উপজেলা শাখার জরুরী প্রস্তুতি সভা গত রোববার বিকেলে কপোতাক্ষ কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইছানুর রহমান ইহসান। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে দ্রুততম সময়ের মধ্যে ৭টি ইউনিয়ন কমিটি গঠন, ইউনিয়নে সম্মেলন প্রস্তুত উপ-কমিটি গঠন করা এবং দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সরদার মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আকবার হোসেন, আছাদুল ইসলাম, ইউসুফ আলী, আনারুল ইসলাম ডাবলু, কালাম শেখ, দেলোয়ার হোসেন, তরিকুল ইসলাম, আওছাফুর রহমান, ইমরান গাজী, উপজেলা যুবদলের সদস্য আবুল আজাদ কাজল, মিজানুর রহমান মিঠু, মফিজুল ইসলাম, আলামিন মোড়ল, লিটন কুমার, মাসুম বিল্লাহ, আঃ রহিম প্রমুখ।