খলিশখালী পাটকেলঘাটা প্রতিনিধি ঃ তালার খলিষখালীতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে খলিষখালী ইউনিয়ন পরিষদ চত্বরে পরিষদে আয়োজনে ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোলা সাবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ”লীগ ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজেদ মন্ডল, সহ সভাপতি সরদার কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, চিত্ত রজ্ঞন চক্রবর্তী,গাজী আব্দুল মজিদ। এসময় সেখানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোলা শফিকুল ইসলাম, রবিউল ইসলাম, সোলায়মান হোসেন, উত্তম কুমার দে, সবুজ সরদার, দিলীপ সরকার, তপন বাছাড়, হালিমা বেগম, পারভিন আক্তার, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগ এবং সাংবাদিকবৃন্দ । আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট প্রদান করা হয়।