বুধবার, ২৪ জুলাই ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন

খালেদার মুক্তি না পাওয়ার ব্যর্থতা আইনজীবীদেরও -জাফরুল­াহ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস: খালেদা জিয়াকে মুক্তি করতে না পারার পেছনে বিএনপির আইনজীবীদেরও ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল­াহ চৌধুরী। তিনি বলেন, তারা (আইনজীবীরা) সবাই মিলে কেন ওনার জামিনের ব্যবস্থা করতে পারলেন না? এ ব্যর্থতার কারণ তারা ভয় পায়, বিচারকরা যদি রিজেক্ট করে দেন। করলে করবে। সেটা দেশ দেখুক, জনগণ দেখুক। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামা, সাংবাদিক ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এ সভার আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিন ক্ষমতায় থাকার ইচ্ছে রয়েছে মন্তব্য করে ডা. জাফরুল­াহ বলেন, ইচ্ছে থাকা মন্দ কিছু না। কিন্তু সেটা জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত। আমিও তার ইচ্ছেকে সমর্থন করতাম যদি তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতেন। যেটা ওনার পিতা করার চেষ্টা করেছেন। তিনি বলেন, সরকার বলেছে বীর মুক্তিযোদ্ধাদের সব ধরনের চিকিৎসা ফ্রি হবে। খালেদা জিয়া ৮১ দিন হাসপাতালে ছিলেন, তার টাকাটা আপনি পরিশোধ করবেন তো? প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জাফরুল­াহ চৌধুরী বলেন, দেশে প্রায় ৪০ লাখ শিক্ষিত যুবক-যুবতি রয়েছেন। আজ দেশে সুশাসন প্রতিষ্ঠা হলে এদের প্রত্যেকেরই চাকরি হবে। বাংলাদেশের আয় কত হতে পারে আপনাদের ধারণা নেই। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বলেন, প্রধানমন্ত্রী আপনি কিছুকিছু ভালো কাজ করেছেন, যেমন মানবতাবিরোধী অপরাধের বিচার করেছেন। কিন্তু এখানে দুটি কাজ ভুল করেছেন। একটা হলো আবদুল কাদের মোল­ার বিচার, আরেকটা আল­ামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিচার। এই দুইজনের বিচারটা সঠিক হয়নি। এজন্য আপনি যতটা দায়ী তারচেয়ে বিচারকরা বেশি দায়ী। এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীর প্রতীক, গণফোরামের মহাসচিব শুভ্রত চৌধুরী, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com