শনিবার, ২০ জুলাই ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন

খুদিপুর ও রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক নির্বাচন সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

রতনপুর প্রতিনিধি ॥ রতনপুর খুদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন ২০২৪ সম্পন্ন হয়েছে। ধলবাড়িয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ও প্রিজারিং অফিসার শেখ মনিরুল ইসলাম জানান, ২৬ নং খুদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২৪। সম আব্দুর রশিদ প্যানেল বিজয়ী হয়েছে। প্রিজাইটিং অফিসার ও চুনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামপ্রসাদ বিশ্বাস এ প্রতিনিধিকে জানান সম আব্দুর রশিদের প্যানেলে মোহাম্মদ জহির রায়হান মোরগ প্রতীকে ১১০ ভোট মোঃ আব্দুল্লাহ সরদার ফুটবল প্রতীকে ১৩৩ ভোট মোসাম্মৎ রোজিনা খাতুন বই প্রতীক ১৩৭ ভোট ও মোসাম্মৎ সুমি খাতুন কলস প্রতীক ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। সহকারী প্রিজাইটিং হিসেবে ছিলেন ডেমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তারিকুল ইসলাম, বাগ বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলাম এবং পলিং অফিসার হিসেবে মৌখালী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম ও মৌখালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মীর আবু আসলাম দায়িত্ব পালন করেন। এ বিদ্যালয়ের মোট ভোটার ২৬৯ জন অপরদিকে নির্বাচন কালীন সময়ে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষিকা সন্ধ্যা রানী বিশ্বাস। রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ কেন্দ্রে প্রিজাইটিং অফিসার ও ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শেখ মনিরুল ইসলাম জানান জিএম সিদ্দিকুর রহমান মোরগ প্রতীক ১৮৬ ভোট, মোহাম্মদ জামাল হোসেন বই প্রতীক ১৯০ ভোট, মুর্শীদা খাতুন কলস প্রতীক ১৮৪ ভোট ও ফরিদা খাতুন টিউব ওয়েল প্রতীক ২০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এ কেন্দ্র সহকারি প্রিজাইটিং হিসেবে মৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার মল্লিক ও ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকা রেহেনা পারভীন এবং পোলিং অফিসার হিসেবে উচ্ছে পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দেবাশীষ ঘোষ ও বাঁশ ঝাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক গোলাম কাদের কিবরিয়া দায়িত্ব পালন করেন। এ কেন্দ্রে মোট ভোটার ৪৫৫ জন। এ কেন্দ্রে নির্বাচন চলাকালীন সময়ে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষিকা তাহমিনা খাতুন। উপজেলা সহকারী শিক্ষা ও ভোট কেন্দ্রের রিটার্নিং অফিসার মোঃ মিজানুর রহমান। নির্বাচন চলাকালীন সময়ে ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং তিনি জানান শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com