খুলনা প্রতিনিধি \ খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন—শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী শুরু হয়েছে “অপারেশন ডেভিল হান্ট”। মহানগরী খুলনায় অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকান্ডসহ অন্যান্য অপরাধে জড়িত কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় খুলনা মহানগরের বিভিন্ন থানা হইতে১১ জনকে গ্রেফতার করেছেন তারা হলো ১) মোঃ আবু হাসান(২৮), পিতা—আঃ রশিদ, সাং—লোয়ার খানজাহান আলী রোড, থানা—খুলনা, ২) সমো কুমার দাশ(২২), পিতা—সুবির কুমার দাশ, সাং—সাউথ সেন্ট্রাল রোড, থানা—খুলনা সদর, ৩) মোঃ রাকিব শেখ(২১), পিতা—মোঃ রাজ্জাক শেখ, সাং—দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড, থানা—খুলনা সদর, ৪) মোঃ শাওন মল্লিক (৩২), পিতা—মৃত সাবানুল ইসলাম, থানা—দৌলতপুর, ৫) মোঃ ইসরাফিল সরদার (৫২), পিতা—মৃত: ইসলাম সরদার, সাং—৫৩, হাজী ইসমাইল ক্রস রোড, থানা—সোনাডাঙ্গা মডেল, ৬) মোঃ নাসির হোসেন (৪২), পিতা—মৃত মফিজুর রহমান, সাং—লবণচরা মোক্তার হোসেন রোড, থানা—লবণচরা, ৭) মোঃ শহিদুল শেখ(৫২), পিতা—মৃত জলিল শেখ, সাং—উত্তর কাশিপুর পদ্মা রোড, থানা—খালিশপুর, ৮) শহিদুল ইসলাম সেলিম (৪৬), পিতা—মৃত: আনোয়ার হোসেন, সাং—পাবলা মোল্লার মোড়, থানা—দৌলতপুর, ৯) মোঃ বনি শেখ(৩৯), পিতা—মোঃ মোক্তার হোসেন, সাং—আড়ংঘাটা, থানা—আড়ংঘাটা, ১০) মোঃ হাবিবুর রহমান (৫৭), পিতা—মৃত নূর মোহাম্মদ মোল্লা, সাং—ধাওয়া, থানা—ভান্ডারিয়া, জেলা—পিরোজপুর, এ/পি সাং—রূপসা স্ট্যান্ড রোড, থানা—খুলনা সদর এবং ১১) মোঃ বিল্লাল হোসাইন (৩০), পিতা—মোঃ সিরাজুল ইসলাম, মাতা—পারভিন খাতুন, সাং—আউলিয়া নগর, থানা—ত্রিশাল, জেলা—ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।