সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আল—জাজিরাকে প্রধান উপদেষ্টা মোদি বললেন শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না পাকিস্তান—আফগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, নিহত ৫৪ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও সুতার রিল জব্দ শ্যামনগরে পুলিশের অভিযানে ৪ আসামী গ্রেফতার চুনারব্রীজ মাদীনাতুল উলুম মাদানীনগর মাদরাসার হিফজ ছবক উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত শ্যামনগরে ইয়াবা সহ ২ জন গ্রেফতার তালায় ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন মুন্সীগঞ্জে ভাঙন কবলিত ভেড়ীবাধ পরিদর্শনে বিএনপির নেতৃবৃন্দ নলতা মিতালী কচি—কাঁচার মেলার আয়োজনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খুলনায় অভিভাবকদের সাথে মত বিনিময় সভায় পুলিশ কমিশনার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

খুলনা প্রতিনিধি \ গতকাল সকাল ১০টায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনর মোঃ জুলফিকার আলী হায়দার। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, শিশুরা হচ্ছে অনুকরণপ্রিয়, অভিভাবকদের জীবনযাপনের প্যাটার্ন অনুযায়ী শিশুরা বেড়ে ওঠে। সেজন্য শিশুদের সামনে অভিভাবকদের সবসময় ইতিবাচক আচরণ করতে হবে। আমাদের সন্তানরা কোথায় যায়, কার সাথে চলাফেরা করে অভিভাবক হিসেবে এগুলো খেয়াল করতে হবে। প্রযুক্তি নির্ভর বিশ্বায়নে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে শিশুরা যাতে খারাপ কনটেন্ট এর দিকে ঝুঁকে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশ্যে তিনি বলেন তোমরা বাবা-মা এবং শিক্ষকদের কথা শুনবে। বড়দেরকে সম্মান এবং শ্রদ্ধা করবে। প্রত্যেকটি শিশু আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করে। কোন শিশু অংকে ভালো, কেউবা বাংলায়, কেউ হয়তো বিজ্ঞানে ভালো, কেউবা গান-কবিতায়, কেউ দৌড়ে ভালো, কেউবা সাঁতার কাটায়। কাজেই শিশুদেরকে সবজান্তা বানানোর অস্বাস্থ্যকর প্রতিযোগিতায় লিপ্ত না হওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ জানান। তিনি ছাত্র-ছাত্রীদের জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন মনীষীদের বই পড়া, নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করার জন্য উৎসাহ প্রদান করেন। এ সময় কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই অতিঃ দায়িত্বে পিওএম) মেরিনা আক্তার-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com