এফএনএস: খুলনার রূপসা পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হৃদয় শেখ (২৪) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় তার খালাতো ভাই মিঠু আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার বাগমারা এলাকার ঢাকা রোডে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, বাগমারা এলাকার পুরাতন পেট্রল পাম্পের পাশের দোকানে চা বিক্রি করেন হৃদয় শেখ ও তার খালাতো ভাই মিঠু। দুপুরে অন্তর ও হৃদয় ওই দোকানে গেলে মিঠু তাদের কাছে পাওনা টাকা চান। এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রতিবেশীরা এগিয়ে গেলে হৃদয় ও অন্তর পালিয়ে যান। ইফতারের পর আরও ১০-১২ জনকে নিয়ে মিঠুর দোকানে হামলা চালান হৃদয় ও অন্তর। এ সময় মিঠুকে ছুরি দিয়ে কোপাতে থাকে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে খালাতো ভাই হৃদয় শেখকেও কুপিয়ে জখম করে তারা চলে যায়। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা হৃদয় শেখকে মৃত ঘোষণা করেন। রূপসা থানার ওসি সরদার মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। অভিযান চালিয়ে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।