শনিবার, ২০ জুলাই ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

খুলনায় স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনার বুধবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতির বক্তব্যে খুলনার আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর বলেন, ডিজিটাল বাংলাদেশের কল্যাণে বিশ^ আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন শেষে আমরা এখন স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি। উন্নত তথ্যপ্রযুক্তির ব্যবহার দেশে নাগরিক সেবার মান বৃদ্ধি করেছে। দেশের গণমাধ্যমগুলোও স্মার্ট প্রযুক্তির সাথে নিজেদের মানিয়ে নেবে বলে আশা করা যায়। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলাকালে দেশের মানুষ তথ্যপ্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বুঝতে পেরেছে। তবে প্রযুক্তির অনেক ভালো দিক থাকলেও এর অপব্যবহারের সুযোগও কম নয়। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং যুগের সাথে তাল মেলাতে গণমাধ্যমকর্মীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে মনোযোগ দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে প্রতারণার সুযোগ বন্ধে নজরদারি বাড়াতে হবে। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ বলেন, স্মার্ট বাংলাদেশে উন্নত প্রযুক্তির ব্যবহার দুর্নীতির সুযোগ কমাবে। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। বর্তমান কিশোর-তরুণরা প্রযুক্তিজ্ঞানে দক্ষ হয়ে গড়ে উঠছে। তাদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ বাস্তব রূপ লাভ করবে। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। সেমিনারটি সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি। সেমিনারে খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ গ্রহণ করেন।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com