 
																
								
                                    
									
                                 
							
							 
                    এফএনএস: খুলনায় আদালত চত্বরে ২২ কোটি টাকার কোকেন ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের উপস্থিতিতে এ কোকেন প্রকাশ্যে ধ্বংস করা হয়। জুডিসিয়াল আদালতের মালখানার সাব-ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানান। এর আগে ২০১৭ সালের ১১ আগস্ট রাত পৌনে ১০টার দিকে র্যাব-৬ খুলনার একটি দল মহানগরীর হাদিস পার্কের সামনে অবস্থান নেয়। এ সময় ওই দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ময়লাপোতা মোড়ের পাশে একটি চক্র মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে পৌঁছালে কয়েকজন লোক পালানোর চেষ্টা করে। সঙ্গীয় ফোর্সের সহায়তায় সোহেল রানা নামের এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন র্যাব কর্মকর্তারা। পালানোর কারণ জানতে চাইলে সোহেল জানান, তার কাছে কোকেন আছে। র্যাব কর্মকর্তারা সেখান থেকে ২৩০ গ্রাম কোকেন উদ্ধার করে। যার অনুমানিক মূল্য দুই কোটি ৩০ লাখ টাকা।