দাকোপ (খুলনা) প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাকোপ-বটিয়াঘাটা তথা খুলনা-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ননী গোপাল মন্ডল মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় খুলনা জেলা আওয়ামীলীগনেতা অধ্যাপক নিমাই রায়, দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, বটিয়াঘাটা উপজেলা সাধারণ সম্পাদক দীলিপ রায় এবং দাকোপ উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ জি এম কামরুজ্জামানকে সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার এবং দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর নিকট তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেন। এরপর তিনি পৃথকভাবে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় অন্যান্যের মধ্যে বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম খান উপস্থিত ছিলেন। এ আসনে জাপাসহ অন্যান্য প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসারের নিকট জমা দিয়েছে বলে জানা গেছে।