শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

গাজার সর্বত্র হামাসের প্রতিরোধে দখলদার বাহিনী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ গাজা উপত্যকার সর্বত্র দখলদার ইসরাইলি বাহিনী হামাস যোদ্ধাদের দ্বারা ব্যাপক ভিত্তিক প্রতিরোধ হামলার শিকার হচ্ছে। দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা যেমন প্রতি মুহুর্তে বিমান হামলা আর স্থল অভিযানের মাধ্যমে নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করে চলেছে তদ্রুপ হামাস যোদ্ধারা দখলদার ইসরাইলি বাহিনীর উপর ব্যাপক ভিত্তিক প্রতিরোধ হামলা চালিয়ে আসছে। ইরসাইলি বাহিনীর সদস্যরা গাজা ভু-খন্ডের সর্বত্র হামলার, হতাহতের ও নিহত হওয়ার কবলে পড়লেও ইসরাইলের পক্ষ হতে কোন ভাবেই স্বীকার করছে না, ইসরাইলের পত্র পত্রিকা গুলো যা হিব্র“ ভাষায় প্রকাশিত তাতে প্রতিবেদন প্রকাশ করছে এই বলে যে গাজা যুদ্ধে ইসরাইলি সেনারা সাফল্য অর্জন করছে অথচ বাস্তবতা হলো গাজা যুদ্ধে ইসরাইলি সেনা প্রিিতট মুহুর্তকঠিন সময় অতিক্রম করছে। দখলদার ইসরাইলি বাহিনী গাজা যুদ্ধে কতটুকু সাফল্য অর্জন করেছে বা সাফল্য পাচ্ছে তার একটি জলন্ত উদহারণ সাত আট মাস যাবৎ দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা গাজা উপত্যকায় ব্যাপক এবং অমানবিক হামলা পরিচালনা করে চলেছে। তাদেরমূল লক্ষ্য এবং উদ্দেশ্য গাজা শহর হামাস এর কাছে আটক ইসরাইলিদেরকে মুক্ত করা কিন্তু আটমাসের অধিক সময় যাবৎ তথা হামাসের কবলে আটক থাকা ইসরাইলিদেরকে উদ্ধার বা মুক্ত করতে পারেনি। বরঞ্চ প্রতিনিয়ত হামাসের হামলায় দখলদার বাহিনী নিহত ও হতাহত হচ্ছে। এখানেই শেষনয় হামাসের দাবীনুযায়ী গত আট মাসের ব্যবধানে হামাসের হাতে অন্তত পাঁচ হাজারের বেশী দখলদার সেনার নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এদিকে দখলদার ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশিত যুদ্ধ বিরতির প্রস্তাবে হ্যাঁ জানালেও আবারও দখলদার ইসরাইলি পিছুটান দিয়েছে। তারা যুদ্ধ বিরতি কার্যকরের ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করেছে এবং হামাস এর পক্ষহতে উক্ত শর্ত মানা সম্ভব নয় বলেই জানিয়ে দেওয়া হয়েছে। গতকাল কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা জানিয়েছে হামাসের মুল দাবী ছিল গাজা হতে মার্কিন সেনা প্রত্যাহার একই সাথে স্থায়ী যুদ্ধ বিরতি যা অনেক ধাপে কার্যকর ও বন্দী মুক্ত ও একাধিক ধাপে কার্যকর হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবনায় হামাসের পক্ষ থেকে ও সম্মত জানানো হয়। কিন্তু শেষ মুহুর্তে দখলদার ইসরাইলি সরকার নতুন শর্ত আপোশের পরিপ্রেক্ষিতে ভেসে গেলো যুদ্ধ বিরতি কার্যকর। হামাসের পক্ষ হতে ইসরাইলের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারী উচ্চারন করেবলা হয়েছে হামাসযোদ্ধারা তাদের পরিপূর্ণ শক্তিআর সামর্থ নিয়ে গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর সাথে যুদ্ধ করে চলেছে। ফিলিস্তিনিদের অধিকার আর স্বাধীনতা সংগ্রামে হামাস যোদ্ধারা অকাতরে রক্ত দিচেছ। পরিপূর্ণ সক্ষমতা আর শক্তির সাথে যুদ্ধরত হামাস যোদ্ধারা কোন অবস্থাতেই ফিলিস্তিনিদেরকে নিরাপত্তাহীনতায় রেখে যুদ্ধ বিরতি কার্যকরের স্বপ্ন দেখে বা ফিলিস্তিনিদের বিষয়ে কেবল মাত্র ফিলিস্তিনিরাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত অন্যকেউ ফিলিস্তিনি নিয়ে মাথা ঘামালে তা বরদাস করবে না হামাস। সংগঠনটি অন্যতম মুখপাত্র আবু ওরাইয়া ভিডিও বার্তায় জানিয়েছে। হামাস নেতাদেরকে হত্যার ষড়যন্ত্রচলছে যে কারনে হামাস প্রধান ইসমাইল হানিয়াসহ অপরাপর নেতারা কার্যত কঠিন নিরাপত্তা বলয়ে অবস্থান করছে। মাকিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে হামাস নেতাদেরকে হত্যার। এদিকে বেলজিয়াম বিশ্ব বিদ্যালয় ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের উপর গণহত্যার প্রতিবাদে সে দেশের বিশ্ব বিদ্যালয়গুলোর সাথে সম্পর্ক ছিন্ন করছে। ইতিপূর্বে ব্রাজিল সহ আরও কয়েকটি দেশ ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করে। এদিকে রাফা শহরে চলছে চরম যুদ্ধ দখলদার ইসরাইলি বাহিনীর সাথে হামাস যোদ্ধাদের সম্মুখ যুদ্ধের ঘটনা প্রতিমুহুর্তের। রাফাসীমান্ত উন্মুক্ত করায় ফিলিস্তিনিদের জন্য প্রচুর পরিমান ত্রান সামগ্রী গাজায় ঢুকছে। গাজার সর্বত্র যেমন মৃত্যুপুরী অনুরুপ ভাবে গাজা বসিরা যাথযথ খাদ্য ও চিকিৎসা সেবা পাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com