শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কয়রায় উৎসবমুখর পরিবেশে খুলনা-৬ মনোনয়ন পত্র জমা দিলেন নৌকার মাঝি মোঃ রশীদুজ্জামান খুলনা-১ আসনে আ’লীগের প্রার্থী ননী গোপালের মনোনয়নপত্র জমা চাপড়ায় বীর মুক্তিযোদ্ধা মান্নানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরায় দ্বাদশ জাতীয় সংসদ বিভিন্ন দলের ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল যুদ্ধ বিরতির মাঝেই ইসরাইলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তীনি নিহত প্রতাপনগরে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক মহড়া কালিগঞ্জে নৌকার মনোনিত প্রার্থীর আগমনে উপজেলা আ“লীগের বর্ধিত সভা কালিগঞ্জ মাস ব্যাপী আয়কর তথ্য ও সেবা মাস অনুষ্ঠিত ফিংড়ীতে ৮ দলীয় গাদন দাঁড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত বন্ধকাটি মুজিবকিল্লার নতুন ভবন পরিদর্শন

গাজায় প্রতিরোধের মুখে ইসরাইলি বাহিনী: ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

একশত ছত্রিশ সামরিক যান ধ্বংসের দাবী হামাসের ঃ নারী শিশু নিহত হচ্ছেই আরবদেশ গুলো হামলার বিপক্ষে ঃ অন্যান্য দেশের যুদেধর জড়ানোর সম্ভাবনা
দৃষ্টিপাত ডেস্ক ॥ ইসরাইলী বাহিনী গাজায় হত্যাযজ্ঞ পরিচালনা করলে ও তারা প্রতিনিয়ত হামাস যোদ্ধাদের দ্বার াবড় বড় হামলার শিকার হচ্ছে। একদিকে ফিলিস্তীনি নারী পুরষদের হত্যায় ও আবাসভবন ধ্বংস লীলায় মেতে উঠেছে ইহুদী বাহিনী অন্যদিকে হামাস যোদ্ধারা অভূতপূর্ব রনকৌশলের মাধ্যমে ইসরাইলী সেনাদের জন্য মরনদুত হিসেবে আর্বিভূত হচ্ছে। হামাস যোদ্ধারা কখনও প্রকাশ্যে আবার কখনও অপ্রকাশে ইসরাইলী সেনা ও সামরিক যানের ওপর হামলা পরিচালনা করে মুহুর্তের মধ্যে অবস্থান পরিবর্তন করছে। হামাস দাবি করেছে তারা দখলদার বাহিনীর ট্যাংক ধ্বংসের মাঝেই কেবল বেকায়দায় ফেলেনী তারা তাদের অন্তত একশত ছত্রিশটি সামরিক যান ধ্বংস করেছে। হামাসের এমন দাবীর পক্ষে তারা জলন্ত যানবাহনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। গতকাল হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড দাবী করেছে প্রতিদিনই তাদের হামলায় ইসরাইলী সেনার নিহত হওয়ার ঘটনা ঘটছে। হামাসের যোদ্ধাদের নির্মুলের জন্যই ইসরাইলের গাজায় হামলা এমনটি ইসরাইলের পক্ষ হতে প্রচার প্রচারনা চালালেও দৃশ্যতঃ ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইলের মুল মনোভাব ফিলিস্তীনিদেরকে নিশ্চিহৃ কর। ইসরাইলকে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সাহায্য ও সহযোগিতা করে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব, এবার মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে আর্থিক সহযোগিতা দেওয়ার একটি প্রস্তাব কংগ্রেস আটকিয়ে দিয়েছে। অর্থাৎ বিষয়টি এমন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সকলেই ইসরাইলকে সমর্থন করে না। এদিকে ইউক্রেন বিরোধী বিক্ষোভ গোটা বিশ্বময় ছড়িয়ে পড়েছে। আরব দেশগুলো অব্যাহত ভাবে ইসরাইলী হামলা ও আগ্রাসন এর বিরুদ্ধে ফুসে উঠেছে। সৌদ আরব ও জর্দান বর্তমান সময়ে নিযাতিত ফিলিস্তীনিদের পাশে অবস্থান নিয়ে বিশ্ব মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সপ্তাহব্যাপী জর্দান ফিলিস্তীনিদের জন্য ত্রান সরবরাহ অব্যাহত রেখেছে। ত্রানের পাশাপাশি ফিলিস্তীনিদের জর্দানের পক্ষ হতে ্ঔষধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করছে। সৌদ আরব ও ফিলিস্তীনিদেরকে বিভিন্ন ভাবে ত্রান সহযোগিতা প্রদান করছে। ইসরাইলের বিপক্ষে চরম ভাবে অবস্থান নিয়েছে মিশর। দেশটির পররাষ্ট্র মন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের বিষয়টি ব্যপক ভাবে আলোচনায়। আন্তর্জাতিক বিশ্ব বর্তমান সময়ে ফিলিস্তীনিদের পক্ষে সোচ্চার থাকলেও কোন ভাবেই ইসরাইলের হামলা ও ফিলিস্তীনি নিধন শেষ হচ্ছে না। গত কয়েকদিন যাবৎ হামাসের উপর হামলা অপেক্ষা হামাসের হামলায় ক্ষত বিক্ষত ও বিপর্যস্থ হয়ে পড়েছে ঘাতক ইসরাইলি বাহিনী। ইসরাইলের শত শত সৈন্য অত্যাধুনিক প্রযুক্তি কে ভয় করে নোটা গাজার সর্বত্র বিচরন করছে এবং স্থল অভিযান শুরু করলেও হামাস যোদ্ধাদের প্রতিরোধ হামলায় ইসরাইলি বাহিনী আতঙ্কিত এবং বেকায়দায়। ইসরাইলের সেনা বাহিনী তাদের সৈন্যদের নিহত ও হতাহতের বিষয়টি স্বীকার করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ফিলিস্তীনিদের উপর নির্মমতা ও নির্যাতন বন্ধের আহবান জানিয়েছেন। যতই দিন যাচ্ছে ততোই গাজায় হামলার ক্ষেত্র বিস্তৃত হচ্ছে। পুরো গাজাই বর্তমান সময়ে জলন্ত কারাগার। নারী এবং শিশুরা প্রতিদিনই নির্বিচারে অকাতরে প্রাণ হারাচ্ছে। এদিকে ইসরাইলে প্রধান মন্ত্রী নেতানিহানু বলেছেন যুদধ শেষে গাজার নিয়ন্ত্রন গ্রহন করবে ইসরাইলী বাহিনী। ইসরাইলের অভ্যন্তরে নেতানিহানু সরকারের বিরুদ্ধে থেমে নেই। বিক্ষোভ আর সমাবেশ। অধিকাংশ ইসরাইলী দের অভিমত সরকারের পক্ষ হতে তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং গাজায় প্রতিদিনই তাদের সেনার মৃত্য ঘটছে। হামাসের হাতে একের পর এক ইসরাইলি সেনার নিহত হওয়ার ঘটনায় সেনারা গাজায় যুদ্ধ করতে চাইছে না। আর এ নিয়ে সেনা ও সরকারের সাথে টানা পোড়ন চলছেই। এদিকে পশ্চিমা মিডিয়ার খবরে বলা হয়েছে ইসরাইল সরকার সামরিক সময়ের জন্য গাজায় যুদ্ধ বিরতি ঘোষনা করতে পারে। হামাসের বক্তব্য তারা যুদ্ধ ুিুবরতির অপেক্ষায় তবে ইসরাইল যুদ্ধ বিরতি ঘোষনা না করলে তারা তাদের লড়াই অব্যাহত রাখবে। আরব দেশগুলোর পাশাপাশি ইরান, তুরস্ক, চীন, রাশিয়া সহ অন্যান্যদেশ গুলো ফিলিস্তীনিদের উপর হামলার বিপক্ষে আর তাই ধারনা করা হচ্ছে যে কোন সময়ে ইসরাইল হামাস যুদ্ধে অন্যান্য দেশ জড়িয়ে পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com