শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন লেভানদোভস্কি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: ২০২২ সালের গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন বার্সেলোনার স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। গত বুধবার মোনাকোতে এক জমকালো অনুষ্ঠানে গোল্ডেন ফুট অ্যাওয়ার্ডটি তুলে দেওয়া হয় লেভানদোভস্কির হাতে। শেষ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৩৫টি গোল করেছিলেন এই পোলিশ স্ট্রাইকার। চলতি মৌসুমেও বার্সার হয়ে দারুণ ফর্মে আছেন লেভানদোভস্কি। লা লিগায় করেছেন ১৪ ম্যাচে ১৩ গোল। সদ্য শেষ কাতার বিশ্বকাপে খুব একটা আলো ছড়াতে পারেননি লেভানদোভস্কি। ফলে নক আউট পর্বে ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পোল্যান্ড। তবে সেই ব্যর্থতা ভুলে সেরা ছন্দে ফিরতে চান লেভানদোভস্কি। অ্যাওয়ার্ড জিতে লেভানদোভস্কি বলেন, ‘আমি খুবই খুশি এবং একই সঙ্গে গর্বিত। যারা এই অ্যাওয়ার্ড জিতেছে তাদের নামের পাশে আমার নাম দেখে সত্যিই দারুণ লাগছে। গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জেতা আমার জন্য অনেক বড় ব্যাপার। কারণ, আমি জানি আমি কী করেছি। এই অর্জনের পেছনে কত কষ্ট করতে হয়েছে। এই অ্যাওয়ার্ড আমার জন্য বিশেষ কিছু, আমার ক্যারিয়ারে বাড়তি মাত্রা যোগ করেছে।’ গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড দেয়া হয় এমন ফুটবলারদের, যারা তাদের অর্জন ও ব্যক্তিত্ব দিয়ে ফুটবলে বিশেষ অবদান রেখেছেন। এই পুরস্কার দেওয়া হয়, যাদের বয়স নূন্যতম ২৮ বছর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com