শনিবার, ২০ জুলাই ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

গ্যাসের দাম রুবলে মেটাবে হাঙ্গেরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

এফএনএস বিদেশ : রাশিয়া থেকে আমদানি করা গ্যাসের দাম রুবলে পরিশোধের প্রস্তুতি নিচ্ছে হাঙ্গেরি। গত বুধবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত দেশটি এ ঘোষণা দেয়। এর আগে, গ্যাসের দাম রুবলে পরিশোধের রুশ দাবি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে চাওয়ার কথা জানায় ইইউ। গত বুধবার এক সংবাদ সম্মেলনে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, রাশিয়া চাইলে তারা রুবলে গ্যাসের দাম পরিশোধ করবে। এ ব্যাপারে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো বলেন, রাশিয়ার সঙ্গে হাঙ্গেরির গ্যাস সরবরাহ চুক্তিতে ইইউ কর্তৃপক্ষের কোনো ভ‚মিকা নেই। তিনি বলেন, এ ব্যাপারে রাশিয়ার গ্যাজপ্রম আর হাঙ্গেরির রাষ্ট্রায়ত্ত¡ প্রতিষ্ঠান এমভিএম এর মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে। এদিকে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর মস্কোর বিরুদ্ধে আরোপিত জ¦ালানি নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের যে অল্প কয়েকটি দেশ প্রত্যাখ্যান করেছে তাদের মধ্যে একটি হাঙ্গেরি। প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের নেতৃত্বাধীন হাঙ্গেরি সরকারের সঙ্গে এক দশকের বেশি সময় ধরে মস্কোর ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। প্রসঙ্গত, টানা চার মেয়াদে হাঙ্গেরির ক্ষমতায় রয়েছেন ভিক্টর অরবান। সা¤প্রতিক নির্বাচনে বাসাবাড়িতে গ্যাস সরবরাহের সুরক্ষা নিশ্চিতের প্রতিশ্র“তি দিয়ে প্রচারণা চালিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com