বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে হাসিনার স্বৈরতন্ত্র: কূটনীতিকদের ইউনূস ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাটডাউন কর্মসূচির ঘোষণা চিকিৎসকদের নলতা আহসানিয়া মিশন রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষের দুর্নীতি ॥ উত্তাল নলতা ॥ শিক্ষক কর্মচারীরা মতবিনিময় করলেন ডাঃ শহিদুল আলম ও চেয়ারম্যান আজিজুর রহমানের সাথে মহামারীর দ্বারপ্রান্তে গাজা আলোচনায় থাইল্যান্ড ॥ বন্দী থাকসিন মুক্ত হরিনগর বাজারে ক্ষতিগ্রস্ত দোকানদের মাঝে নগদ অর্থ প্রদান পাইকগাছায় একটি বাঁশের সাঁকো পারাপারে এলাকাবাসীর চরম ভোগান্তি মাথাভারি হচ্ছে প্রশাসনের ॥ বাড়ছে সরকারের দু:চিন্তা ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এর পদত্যাগ দাবীতে-মানববন্ধন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ঘরের মাঠে স্পেনের কষ্টের জয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২

এফএনএস স্পোর্টস: শক্তির বিচারে দুই দলের মাঝে পার্থক্য অনেক। ফিফা র‌্যাঙ্কিংয়েও তাই। তবে দীর্ঘ চার মাসের বেশি সময় পর মাঠে নেমে নিজেদের সেরাটা মেলে ধরতে পারল না স্পেন। তুলনামূলক দুর্বল আলবেনিয়ার বিপক্ষে দুর্ভাগ্যবশত গোল হজম করে হোঁচট খেতেও বসেছিল তারা। তবে, একেবারে শেষ সময়ে দুর্দান্ত এক গোলে ব্যবধান গড়ে দিলেন দানি ওলমো। স্বস্তির জয়ে মাঠ ছাড়ল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ক্লাব এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে শনিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ২-১ গোলে জিতেছে লুইস এনরিকের দল। ফেররান তরেসের গোলে স্পেন এগিয়ে যাওয়ার পর সমতা টানেন উজুনি। স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন ওলমো। দুই অর্ধেই ৮০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে আক্রমণে একচেটিয়া আধিপত্য করে ফিফা র‌্যাঙ্কিংয়ের সাত নম্বর স্পেন। গোলের উদ্দেশ্যে তাদের ১৩ শটের ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে ৬৫ নম্বর আলবেনিয়া তিন শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে একটি। সেটিই পায় জালের দেখা। ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত স্পেন। দুই ডিফেন্ডারকে কাটিয়ে ফেররানের শট গোলরক্ষক বেরিশার মুখে লেগে চলে যায় বাইরে। বলা যায়, স্পেনের প্রথমার্ধের সব আক্রমণই ছিল পেদ্রিকে ঘিরে। বিরতির আগে ৩৯টি সফল পাস পূর্ণ করা তরুণ এই মিডফিল্ডার লক্ষ্যে দুটি শট নেন, দুটিই ঠেকিয়ে দেন গোলরক্ষক। সতীর্থদেরও দুটি সুযোগ তৈরি করে দেন তিনি। ঘর সামলাতে ব্যস্ত আলবেনিয়া ৪৩তম মিনিটে আচমকা এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে যায়। তবে ডান দিক থেকে আরমান্দো বোরিয়ার ক্রস গোলমুখে ফাঁকায় পেয়েও প্রয়োজনীয় টোকাটা দিতে পারেননি ফরোয়ার্ড সোকোল চিকাইয়েশি। প্রবল চাপ ধরে রেখে ৭৫তম মিনিটে এগিয়ে যায় স্পেন। ইয়েরেমি পিনোর পাস ডি-বক্সে পেয়ে এগিয়ে আসা ডিফেন্ডারের বাধা এড়িয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ফেররান। ১০ মিনিট পর সৌভাগ্যের ছোঁয়ায় সমতায় ফেরে আলবেনিয়া। ডিফেন্ডার পাও তরেস বল ক্লিয়ার করতে হেড করেন, পাশেই ছুটে আসা উইঙ্গার উজুনির মাথায় লেগে বল চলে যায় জালে। এগিয়ে আসা গোলরক্ষক ঠেকানোর কোনো সুযোগ পাননি। এমন সময়ে এভাবে গোল খেয়ে স্তব্ধ হয়ে যায় স্পেন সমর্থকরা। এর কিছুক্ষণ পরই ওলমোর ওই দারুণ গোল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে জর্দি আলবার পাস ধরে ডি-বক্সে ঢুকেই ডান পায়ের জোরাল উঁচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন লাইপজিগের অ্যাটাকিং মিডফিল্ডার। এবারের আন্তর্জাতিক বিরতিতে দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামীকাল মঙ্গলবার আইসল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। এরপর আগামী জুনে তারা নামবে উয়েফা নেশন্স লিগে। সেখানে তাদের প্রথম প্রতিপক্ষ পর্তুগাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com