বিশেষ প্রতিনিধি \ মৎস্য ঘের জবরদখল ও লুটপাটের মামলায় মোস্তফা গাইন (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক মোস্তফা গাইন উপজেলার চাঁদখালী গ্রামের মৃত সামছুর গাইনের পুত্র। ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার উপজেলার চাম্পাফুল ইউনিয়নের খাজরা গ্রামের মৃত কেশবলাল মন্ডলের পুত্র সন্তোষ কুমার মন্ডল নিজস্ব ও লিজকৃত প্রায় ৪০ বিঘা জমিতে দীর্ঘদিন যাবত মাছের ঘের করে আসছেন। গত ৫ মার্চ মৃত কেশবলাল মন্ডলের পুত্র আশুতোষ মন্ডল ও তার পুত্র কিশোর মন্ডল এর নেতৃত্বে মৎস্য ঘেরটি জবরদখর ও মাছ লুটপাট করে নেয়। এ ঘটনায় আশুতোষ মন্ডলকে প্রধান আসামি করে ৬ জনের নাম উলেখসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনার সত্যতা পেয়ে মামলা রেকর্ড করেন যার নম্বর-১৮/৭০, তারিখ: ১২/০৩/২০২২। ১৫ মার্চ মঙ্গলবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ৬ নম্বর আসামি উপজেলার চাঁদখালী গ্রামের মৃত সামছুর গাইনের ছেলে একাধিক মামলার আসামি চিহিৃত সন্ত্রাসী মোস্তফা গাইনকে (৩৫) আটক করা হয়েছে বলে কালিগঞ্জ থানার এসআই খবির হোসেন জানিয়েছেন।