মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

চট্টগ্রামে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

এফএনএস: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছে। গতকাল সোমবার ভোর ৫টার দিকে উপজেলার আধুনগরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- লোহাগাড়ার আমিরাবাদ এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে হারুনুর রশিদ (৩১), মীরশরাইয়ের সাইফুল, সাতকানিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মৃত নওশের আলীর ছেলে মোরশেদ আলী সাদ্দাম (২৯)। দোহাজারি হাইওয়ে পুলিশের এসআই সোবহান রহমান বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে প্রাইভেটকারের করে পাঁচজন রওনা দেন। আধুনগর এলাকায় পৌঁছালে ট্রাকের নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায় কারটি। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। একজনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে বলে জানান তিনি। সাতকানিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্নেল বলেন, ভোর সোয়া ৫টায় খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে গিয়ে চারটি লাশ উদ্ধার করি। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। মূলত সংঘর্ষে প্রাইভেটকারের যাত্রীরা গাড়িতেই আটকে লেপটে যায়। আমরা মেশিন দিয়ে গাড়ির এক অংশ কেটে একজনকে উদ্ধার করেছি। তিনি বলেন, ট্রাকটি মাটি বহন করে। এগুলো এমনিতেই বেপরোয়া গতিতে চলাচল করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com