মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ১১:০০ অপরাহ্ন

চলে গেলেন প্রথিতযশা সাংবাদিক সুভাষ চৌধুরী \ শোকাহত সহকর্মি সাংবাদিক সহ জন মানুষ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক সুভাষ চৌধুরীর জীবনাবসান ঘটেছে। সেই সাথে সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্রের আলো নিভে গেছে। সাংবাদিকতার এই কিংবদন্তী দীর্ঘ দিন যাবৎ শারিরীক ভাবে অসুস্থ ছিলেন। গতকাল সন্ধ্যায় হঠাৎ করে তিনি অসুস্থ বোধ করছিলেন শহরের লস্কারপাড়াস্থ বাসভবনে স্ত্রী কন্যা ও পুত্রদের উপস্থিতিতে সন্ধ্যা ছয়টার দিকে তিনি পরলোক গমন করেন। সাংবাদিকতার এই দিকপালের মৃত্য খবর মুহুর্তে শহরময় ছড়িয়ে পড়ে, স্বর্গীয় সুভাষ চৌধুরীর সহকর্মি সাংবাদিকরা বাসভবনে ছুটে আসে। প্রিয় মানুষটির নিরব, নিথর দেহ আর চিরশান্ত ঘুমের অবয়বে অশ্র“সিক্ত হয় আগত সাংবাদিকরা। জীবন সঙ্গী হারিয়ে বারবার প্রলাব বকছিলেন স্ত্রী, পিতা হারা দুই কন্যা, পুত্র ডুগরে ডুগরে কাঁদছিলেন। সাতক্ষীরার বহু সাংবাদিক সৃষ্টির জনক সুভাষ চৌধুরী পেশায় শিক্ষাকতায় নিয়োজিত থাকলেও তিনি নিজেকে আপদমস্তক সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করে ছিলেন, দৈনিক বাংলা হতে সাপ্তাহিক বিচিত্রা সব শেষ এনটিভি ও যুগান্তরে সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্বপালন করছিলেন। সা¤প্রতিক সময় গুলোতে তিনি শারিরীক ভাবে অসুস্থতার মধ্য দিয়ে দিন যাপন করছিলেন। চলতি বছরে হৃদযন্ত্রের রোগের কারনে দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর পূর্বে তার ওপেন হাট সার্জারী করা হয়। পেশাদার সাংবাদিক হিসেবে তিনি স্বমহিমায় উদ্ভাসিত ছিলেন। সাতক্ষীরা প্রেসক্লাবের একাধিকবার সভাপতি হিসেবে তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করেন। নিয়মিত সাংবাদিকতার পাশাপাশি বিষয় বিশেষজ্ঞ হিসেবে কলাম লিখে সমাজের অসঙ্গতির বিরুদ্ধে লড়াই করেছেন। অত্যন্ত মেধাবী, ক্ষুরধার লেখনির জনক হিসেবে পরিচিত সুভাষ চৌধুরীর চলে যাওয়া সাতক্ষীরার জন্য অপুরণীয় ক্ষতি। আজ সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা বাসির প্রিয় সুভাষ চৌধুরীর মরদেহ সাতক্ষীরা প্রেসক্লাবে রাখা হবে সর্ব স্তরের মানুষের শ্রদ্ধা জানাতে। সাংবাদিকদের ঐক্যের প্রতিকখ্যাত গুনী সাংবাদিকের বাসভবনে উপস্থিত হন দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম, কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, পত্র দূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, দিনকালের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল বারী, এটিএন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল­্যা, মফস্বল সম্পাদক মোহাম্মদ আলী সুজন, চীফ রিপোর্টার মাছুদুর জামান সুমন, সাংবাদিক আবুল কাশেম, এম ইদুজ্জামান ইদ্রিস, শরিফুল­াহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, আহছানুর রহমান রাজিব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com