এড. তপন কুমার দাস \ সাতক্ষীরার সদ্য বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান বলেছেন, আমাদেরকে অবশ্যই চিন্তার রাজ্যে প্রগতি আনতে হবে। নতুবা কর্মের রাজ্যে প্রগতি আসবেনা। বিভিন্ন বিভাগের মধ্যে দ্ব›দ্ব থাকলে নিজেদের শক্তি ক্ষয় হয়। ফলে নিজেদের বিভাগের কাজে মনোযোগ দেওয়া যায় না। এতে সরকার তথা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। জনগণ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হয়। তিনি আরো বলেন, বিভিন্ন বিভাগের মধ্যে আমি সুসম্পর্কের সেতু নির্মাণ করেছি, কখনো সম্পর্কের দেয়াল তৈরি করতে দেইনি। তিনি আরো বলেন, জীবন ছোট বলেই তা এত মহৎ। সেজন্য জীবনের সময়কে সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে। তিনি নবীন কর্মকর্তাদের দেশ প্রেমিক হওয়ার আহ্বান জানান। গতকাল অপরাহ্ণে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের বাংলো মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সাতক্ষীরার সদ্য বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি উপরোক্ত বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডল, সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ প্রমুখ। বিদায় অনুষ্ঠানে বিদায়ী জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমানের লেখা কবিতা “কোথা হতে এসেছে স্বাধীনতা” কবিতাটি আবৃত্তি করেন সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির বিদায়ী অতিথির উদ্দেশ্যে বলেন, আপনি সাতক্ষীরার বিচারঅঙ্গনে নির্ভীকতা এবং ন্যায় বিচারের যে আলো ছড়িয়ে গেলেন সেটা সাতক্ষীরার বিচারাঙ্গনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনার সৃষ্টিশীল কর্মযজ্ঞ আপনি সাতক্ষীরাতে না থাকলেও আপনার উপস্থিতি জানান দেবে এবং সাতক্ষীরাবাসী আপনাকে মনে রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সহধর্মিনী রুখসানা ইসলাম শিল্পী, জেলা প্রশাসকের পতœী জেসমিন জাহান, সাতক্ষীরার বিচার বিভাগের সকল বিচারক ও জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা।