এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: চিলিতে একটি দাবানল উপক‚লীয় পর্যটন শহর ভিনা দেল মার পর্যন্ত ছড়িয়ে পড়েছে, এতে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২০০ বাড়ি ধ্বংস হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এ পর্যন্ত দাবানলটি ২৭২ একর এলাকা গ্রাস করে নিয়েছে, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় হিমশিম খাচ্ছেন। চিলির সরকার স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ভিনা দেল মার এলাকায় জরুরি অবস্থা জারি করেছে। ভিনা দেল মারের উত্তরে দেশটির ভেনতানাস সমুদ্র বন্দরে লাগা আরেকটি বড় ধরনের আগুন একটি তেলশোধনাগার ও একটি ধাতু গলানোর কারখানার কাছাকাছি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তবে রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি কোদেলকো জানিয়েছে, আগুনের কারণে তেল শোধনাগারের কার্যক্রমে কোনো ধরনের বিঘœ ঘটেনি আর রক্ষণাবেক্ষণ কাজর জন্য ভেনতানাস বন্দরের কাছে ধাতু গলানোর কারখানাটি আগে থেকেই বন্ধ ছিল। কোদেলকো বিশ্বের শীর্ষ কপার উৎপাদনকারী কোম্পানি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বন্দর পরিচালনাকারী কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, বন্দরে লাগা আগুনে কেউ আহত হয়নি। কঠিন বাল্ক কার্গোর কনভেয়ার বেল্টে আগুন লাগার পর তা কাছাকাছি অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। ভেনতানাস বন্দরটি চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ১৪৫ কিলোমিটার উত্তরপশ্চিমে। স্থানীয় গণমাধ্যমে আসা ছবিতে বন্দরটি থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।