চুকনগর প্রতিনিধি \ চুকনগরে জার্মান প্রবাসীর পক্ষ থেকে ৬শ দুঃস্থ্য পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টায় চুকনগর ডিগ্রি কলেজ মাঠে আটলিয়া ইউনিয়ন আ’লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলামের সভাপতিত্বে মরহুম মোল্যা শাহাজাহান আলীর পরিবারের পক্ষ থেকে তার পুত্র জার্মান প্রবাসী সফটওয়ার ইঞ্জিনিয়ার শহিদুজ্জামান বাপ্পীর অর্থায়নে এবং বাপ্পী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, চুকনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম ব্রাউন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাংবাদিক সুমন ব্রহ্ম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাপ্পী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক রেজাউল ইসলাম মিঠু, মিনারুল ইসলাম খান, বেলাল হোসেন, ইকবাল হোসেন, শেখ ওজিয়ার রহমান, জাহিদ হাসান, ফয়সাল হোসেন, আব্দুর রাজ্জাক, কারিমুল ইসলাম, আতাউর রহমান, মতিউর রহমান, সাদিক হোসেন, নাজমুল ইসলাম, রাজিকুল, জোবায়ের হোসেন, সোহাগ, রব্বানী প্রমুখ।