আইপিএল এলেই অভিযোগ ওঠে— ক্রিকেটাররা নাকি চোট লুকিয়ে খেলেন। জাতীয় দলের খেলা এলে যাদের ফিটনেস নিয়ে অভিযোগ আসে, তারাও আইপিএল এলে কোনো ম্যাচ হাতছাড়া করেন না। এই বিতর্ককে নতুন করে উসকে দিল রোহিত শর্মার চোট। মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে নিজেই জানিয়েছেন, চোট নিয়ে খেলছেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সময় রোহিত যে চোটের শিকার হয়েছেন তা নিয়েই এখনও খেলছেন। তার চোট যেন বেড়ে না যায় বা না খেলার মতো অবস্থা তৈরি না হয়, এজন্য রয়েসয়ে রোহিতকে ব্যবহার করছে মুম্বাই। রোহিত আইপিএল খেলছেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। এর পেছনে যুক্তি দেখিয়ে জয়াবর্ধনে বলেন, ‘শুরু থেকে রোহিতকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানোর কথা ভাবা হয়নি। কিছু ম্যাচে রোহিত ফিল্ডিংও করেছিল। কিন্তু দলে প্রত্যেকে দুটো করে ভূমিকা পালন করছে। কিছু কিছু মাঠে আমাদের এমন একজনকে দরকার ছিল, যে বাউন্ডারিতে দৌড়তে পারবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই রোহিতের একটা হালকা চোট রয়েছে। তাই আমরা ওকে বেশি দৌড় করাতে রাজি নই। আমাদের কাছে রোহিতের ব্যাটিং করতে পারাটা বেশি গুরুত্বপূর্ণ।’ দলের সাবেক অধিনায়ক ফিল্ডিংয়ের সময় মাঠে না থাকলেও দলকে সহায়তা অব্যাহত রাখেন। জয়াবর্ধনে জানান, ‘রোহিত মাঠে থাকুক বা না থাকুক, ও সব সময় দলকে সাহায্য করে। সবসময় ডাগআউটে বসে থাকছে, ম্যাচ নিয়ে ভাবছে। দলের বাকিদের সঙ্গে কথা বলছে, পরামর্শ দিচ্ছে। আর আমাদের সব বোলিং বিকল্পকেও মাঠে চাই, সে কারণেও রোহিতকে পুরো ম্যাচ খেলানো যাচ্ছে না।’