শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটার পারুলিয়া সহ অন্যান্য হাটবাজারে ঈদ কেনা কাটায় ব্যাপক উপস্থিতি সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের মেডিকেল কলেজ সংলগ্ন এলাকা জনদুর্ভোগ আর জনদুর্যোগের স্থলে আবারও সেই ইট সোলিং \ কিন্তু কেন? নওয়াবেঁকীতে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রস্তুতি সভা নূরনগরের জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত নূরনগর জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় যমজ সন্তান পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পলাশপোল স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী ফোরামের ইফতার মাহফিল উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল সুন্দরবনের গহীন থেকে এক বৃদ্ধা নারী উদ্ধার বিদেশ পাঠানোর নামে নয় যুবকের অর্ধকোটি টাকা প্রতারক চক্রের পকেটে

চ্যাম্পিয়ন্স ট্রফি আফগানিস্তানকে নিয়ে আশাবাদী সরফরাজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর অপেক্ষা আর কয়েক ঘন্টার। আটদলের শ্রেষ্ঠত্ব লড়াই শুরু হচ্ছে আগামীকাল বুধবার। দলগুলোকে নিয়ে চলছে নানান ভবিষ্যতবাণী। সে আলোচনায় যোগ দিয়েছেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ। এই পাকিস্তানি ক্রিকেটার বেছে নিয়েছেন চার সেমিফাইনালিস্ট। আট বছর আগে সবশেষ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেই চ্যাম্পিয়ন দলের নেতৃত্বে ছিলেন সরফরাজ আহমেদ। এবার চ্যাম্পিয়নস ট্রফির চার সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন তিনি। চার দলের নাম বললেও বাকি চার দলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন এই ক্রিকেটার। সরফরাজ বলেন, ‘‘যদি আমাকে সেমিফাইনালের জন্য চার দলকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে এই তালিকায় রাখবো। কিন্তু অন্য কোনও দলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।’’ আফগানিস্তানকে নিয়ে আলাদাভাবে সরফরাজ বলেন, ‘‘যে কোনও দল এটা জিততে পারে। আমি বিশ^াস করি আফগানিস্তানের ভালো একটা দল আছে। ভালো কয়েকজন স্পিনার তাদের আছে, এই ধরনের কন্ডিশনে জিততে হলে সেটা আপনার প্রয়োজন হবে।’’ অনেক বছর পর ঘরের মাঠে কোন আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। গত আসরের চ্যাম্পিয়নের পাশাপাশি স্বাগতিক হিসেবে ভক্ত—সমর্থকদের আশা স্বাভাবিকভাবেই বেশি থাকবে বলে। এজন্য পাকিস্তান কিছুটা চাপে থাকবে বলে মনে করেন সরফরাজ, তিনি বলেন, ‘‘ঘরের মাঠে খেলা, বর্তমান চ্যাম্পিয়নও। এসব তাদের অবশ্যই চাপে রাখবে। অনেক প্রত্যাশা থাকতে তাদের নিয়ে। ভক্তরাও পাশে থাকছে।’’ আগামীকাল বুধবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এরপর দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com