রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১০ অপরাহ্ন

ছুরিকাঘাতে নবম শ্রেনীর ছাত্রী আহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা মুন্সীগঞ্জ ইউনিয়ন বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় নবম শ্রেনীর ছাত্রী ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহত ছাত্রী ইউনিয়নে মথুরাপুর গ্রামে নরত্তম কর্মকারের মেয়ে মোহনা কর্মকার (১৪)। ঘটনার বিবরণে জানা যায় প্রতিদিনের ন্যায় সে দক্ষিন ধলে কোচিং পড়তে যায়। বিকাল ৫টার দিকে কোচিং থেকে ফেরার পথে বড়ধল কামরুল পোল্ট্রি ফার্মের সামনের রাস্তায় ওৎ পেতে থাকা মাদক সেবি উঠতি বয়সী কয়েকজন যুবক ছেলে পিছন থেকে এসে মুখ চেপে ধরে ধস্তাধস্তি করতে থাকে। এসময় মেয়েটি চিল­াচিলি­ করলে তার বাঁ হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এখবর পাওয়া মাত্রই মুন্সীগঞ্জ নৌ পুলিশের একটি দল মেয়েটিকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসক শিবপদ’র চেম্বার নিয়ে আসলে তার হাতে ৫/৬টি সেলাই দেওয়া হয়েছে। পরে শ্যামনগর থানায় খবর দিলে এসআই সুভাষ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয় মেয়ের বাবা নরত্তম’র কাছে জানতে চাইলে তিনি বলেন মেয়েকে এখন চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে এসেছি রাতে থানায় একটি অভিযোগ করব। এ বিষয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ কাজি ওহেদ মোর্শেদ জানান ঘটনাটি শুনেছি এখনো কোন অভিযোগ পাইনি পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com