শিবপুর প্রতিনিধিঃ- জনকল্যান সংস্থার উদ্যোগে শিবপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় আবাদের হাট বাজারে জনকল্যান সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি সদস্য শফিকুল ইসলাম, ইউপি মহিলা সদস্যা খুরশিদা পারভীন, যুবলীগ নেতা আবুল কাশেম, জনকল্যান সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ইকবাল হোসেন, রেজাউল করিম, মোজাফফার হোসেন, ইমদাদ হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনকল্যান সংস্থার একটি সামাজিক সংগঠন। দীর্ঘদিন যাবৎ সংগঠনটি অসহায়, দরিদ্র, দুঃস্থদের মাঝে বিভিন্ন সাহায্য সহযোগীতা করে আসছে। ভবিষ্যতে সংগঠনটি যাতে আরো এগিয়ে যেতে পারে তার জন্য সব ধরনের সাহায্য করার প্রত্যয় ব্যক্ত করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কামরুজ্জামান।