মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সকল শহিদ বীরমুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্্র শ্রদ্ধা জানিয়েছেন জনতা ব্যংক লিমিটেড সাতক্ষীরা এরিয়া অফিসের নেতৃবৃন্দ। শনিবার সকালে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক দিয়ে স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক লিমিটেড সাতক্ষীরা এরিয়া অফিসের উপ-মহা ব্যস্থাপক মো: আব্দুস সালাম, এজিএম মো: রকনুজ্জামান, মো: রবিউল ইসলাম, বেনজির আহমেদ ও জনতা ব্যাংক সাতক্ষীরার এরিয়ার সকল শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা কর্মচারিবৃন্দ। এসময় জনতা ব্যাংক লিমিটেড এর সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।