বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

জমি নিয়ে বিরোধে হামলায় শিক্ষিকা সহ আহত ৫

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালিতে জমাজমি নিয়ে বিরোধের জের ধরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সহ ৫ জন আহত হয়েছে। গতকাল ১৬ সেপ্টম্বর রবিবার বেলা ১১ টার দিকে সরজমিনে গিয়ে জানাযায়, ৩ শতক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল স্থানীয় জেলেখালি গ্রামের ব্রজেন মন্ডলের সাথে উদয় মন্ডলের।বিরোধপূর্ণ জমিতে উদয় মন্ডল তার লোকজন নিয়ে শনিবার রাতের আঁধারে অবৈধ ভাবে দখল করে ঘর নির্মাণ করে।রবিবার সকালে বৃজেন্দ্রনাথ মন্ডল ও তার মেয়ে শিক্ষিকা ভবানী রাণী সহ তার পরিবার দেখতে যায় রাতের আঁধারে ঘর নির্মাণ। তখন পূর্ব পরিকল্পিত ভাবে উদয় মন্ডল, পশুপতি মন্ডল, অসিম মন্ডল, বিকাশ মন্ডল, গোকুল মন্ডল, স্বপন মন্ডল, শচিন্দ্র মন্ডল, শশাঙ্ক মন্ডল, প্রশান্ত সরদার, সুশান্ত সরদার সহ দখলকারী বাহিনী লাঠিসোটা ও ধারালো দা নিয়ে আক্রম শুরু করে। আক্রমনের ঘটনায় ২৯ নং এইচ সি ধুমঘাট প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ভবানী রাণী তার বাবা ব্রজেন মন্ডল, মা শ্রীমতি লোলিতা মন্ডল, অনুপাম মন্ডল, মনোরঞ্জন মন্ডল মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রতার্ক্ষদর্শীরা জানান দীর্ঘ দিনধরে তাদের মধ্যে ৩ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল কিন্তু হঠাৎ দেখছি সেই জায়গায় ঘর বাঁধা। কিছু বুঝে উঠার আগে উদয় মন্ডলের লোকজন লাঠিসোটা নিয়ে ব্রজেনের পরিবারের উপরে হামলা করে। দখলের বিষয় জানতে চাইলে উদয় মন্ডল বলেন, আমার নামে দলিল ও রেকর্ড আছে তাই দখল করেছি। এছাড়া এ জায়গা বিক্রয় করে দিয়েছি তাদের সহযোগিতায় আমি দখল করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com