মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় তানহা ও তাহিয়াত বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অধিকারী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ জাতীয় শিশু পুরুস্কার প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ জাকির হোসেনের পুত্র জারিফ তানহার ও কন্যা তাহিয়াত। বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে খুলনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গতকাল বেলা ১১টায় খুলনা বালিকা বিদ্যালয়ের হলরুমে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাদিকুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের হাত থেকে প্রথম স্থান অধিকারী পুরুস্কার গ্রহন তানহার ও তাহিয়াত। জানাগেছে শিশু বিশেষজ্ঞ ডা: জাকির হোসেন ও মিসেস শামীমা জাকির দম্পতির পুত্র সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তানহার জেলা পর্যায়ে দেশত্ববোধক গান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলেন। তারই বোন তাহিয়াত ময়মনসিংহ ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী দেশত্ববোধক গান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলেন। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে তারা প্রথম স্থানের আসন ধরে রাখতে সক্ষম হয়েছে। উলে­খ্য তানহার ও তাহিয়াত ইতিপূর্বে জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক আবৃত্তি, কবিতা, গান প্রতিযোগিতায় অংশগ্রহন করে প্রথম স্থান অধিকার করেছেন। তারা আগামীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহন করবেন। জাতীয় পর্যায়ে এই ধারা অব্যাহত রাখতে পরিবারের পক্ষ থেকে জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com