বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে গতকাল প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এর খেলা সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় বনাম কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় টসে জিতে ব্যাট করতে নেমে ৩১.২ ওভারে ১০ উইকেটে ১৪৭ রান করে। দলের ইয়াসিন আরাফাত সর্বোচ্চ ৪৯* রান করে। প্রতিপক্ষের হাসানুল ও আমিনুর ৩টি করে উইকেট লাভ করে। জবাবে কারিমা মাধ্যমিক বিদ্যালয় ব্যাট করতে নেমে ২৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০০ রান করে। প্রতিপক্ষের মেহেদী ৩টি উইকেট লাভ করে। ফলে সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় ৪৭ রানে জয়লাভ করে। আজ সকাল ৯টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বনাম কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি