স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াই ফাই সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমীনের নিকট হতে ওয়াই ফাই সিস্টেম ও সিম গ্রহন করলেন আশাশুনি উপজেলার পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার। ওয়াই ফাই সিস্টেম প্রদান কালে জেলা প্রাথমিকের বাতিঘর খ্যাত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন ওয়াই ফাই সিস্টেম আমাদের শিক্ষার্থীদের কে পাঠদানে কাঙ্খিত ভূমিকা রাখবে। আগামী দিনের বাংলাদেশ আজকের শিশুরা তথ্য প্রযুক্তির বিশেষ জ্ঞান লাভ করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।