স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জোরপুর্বক মীর মনিরুজ্জামানের পুকুর থেকে মাছ ধরে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানাগেছে সদর উপজেলার কাশেমপুর সানাপাড়া জামে মসজিদের পাশ্বে নিজস্ব পুকুর রয়েছে। ঐ পুকুর থেকে একই গ্রামের প্রতিবেশী মীর হাসান আলী, মীর রাহাত আলী, মীর ইসমাইল হোসেন, মীর ওসমান আলী, নাহার বেগম সহ অজ্ঞাতনামা আরোও সাত আটজন। তারা দীর্ঘদিন ঐ পুকুর দখল ও মাছের ক্ষতি করার চেষ্টা করে আসছে। তাহার ধারাবাহিকতায় গতকাল ভোর রাতে পুর্ব পরিকল্পিত ভাবে লোহার রড, রামদা, বাশের লাঠি, বেড জাল নিয়ে ভোগ দখলীয় ঐ পুকুরে অনাধিকার ভাবে প্রবেশ করে জাল টানতে থাকে। মাছ মারার কাজে বাধা প্রদান করলে প্রতিপক্ষরা রামদা, লোহার রড দিয়ে আমাদের মারার জন্য উদ্যক্ত হয়। প্রানের ভয়ে আমরা চলে গেলে এজাহারে উলেখিত ব্যক্তিরা পুকুর হইতে আনুমানিক বিভিন্ন প্রজাতির প্রায় তের মন মাছ বস্তা বন্দি করে নিয়ে যায়। নিজ পুকুর হইতে জোর করে মাছ ধরে নেওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেছেন।