বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি\ সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা কলেজের উদ্দ্যোগে ঐতিহাসিক ৭্্্্্্ই মার্চ পালন করা হয়েছে।এ উপলক্ষ্যে গতকাল সোমবার দুপুর ১২ টায় উক্ত কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে কলেজ হল রুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ ,৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য,আলোচনা সভা,কুইজ প্রতিযোগিতা সহ নানা ্ইভেন্ট অনুষ্ঠিত হয়।এ সময় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন ও আলোচনা সভায় গুরুত্ব পূর্ন বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ খলিলুর রহমান।্্্্্্্্্্্্্ উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধক্ষ্য ড. গোপাল চন্দ্র সরদার,সহ-অধ্যাপক পমিল কুমার ঘোষ,সহ-অধ্যাপক আব্দুল মান্নান,সহ-অধ্যাপক জেসমিন নাহার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ- অধ্যাপক নাছিমা খাতুন,সহ অধ্যাপক বখতিয়ার রহমান,সহ- অধ্যাপক বিশ্বজিৎ কুমার,সহ-অধ্যাপক সাখাওয়াত হোসেন,প্রভাষক আবু হেলাল,প্রভাষক অহিদুল ইসলাম,প্রভাষক লুৎফর রহমান,প্রভাষক শান্তানু কুমার ঘোষ সহ সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চলনার দায়িত্বে ছিলেন সহ- অধ্যাপক আনারূল ইসলাম।