মোঃ অহিদুজ্জামান লাভলু (সাতক্ষীরা সদর) বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা কলেজে সাতক্ষীরা জেলা তথ্য অফিসের উদ্দে্যাগে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার বেলা ১১টায় অত্র কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং জেলা তথ্য অফিসের প্রতিনিধি জাহরুল হকের সঞ্চালনায় ঝাউডাঙ্গা কলেজের হল রুমে বিশেষ অতিথি হিসাবে নারীর অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ সহ নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার আমির সহ.অধ্যাপক ইকবাল হোসেন, বিএনপি নেতা ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সহ.অধ্যাপক পরিমল কুমার ঘোষ, জেসমিন নাহার, আব্দুল মান্নান। উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ.অধ্যাপক অহিদুল ইসলাম, শওকাত আলী বাবু, রাশেদ রেজা তরুন, লুৎফর রহমন, রীনা সালমা, লিটন হোসেন সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও কর্মচারী বৃন্দ।