এফএনএস স্পোর্টস: বিশ্বের ১১তম ও ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১১ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন জো রুট। লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫৬ রানের ইনিংস খেলেন রুট। এই ইনিংস খেলার পথেই ক্যারিয়ারের ১৩০তম টেস্টে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রুট। রুটের আগে ইংল্যান্ডের হয়ে টেস্টে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন সাবেক অধিনায়ক অ্যালিষ্টার কুক। ১৬১ টেস্টে ১২৪৭২ রান করেছেন কুক। কুক ও রুট ছাড়া টেস্টে অন্তত ১১ হাজার রান করেছেন ভারতের শচীন টেন্ডুলকার (১৫৯২১), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৩৩৭৮) ও অ্যালান বোর্ডার (১১১৭৪), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১৩২৮৯), ভারতের রাহুল দ্রাবিড় (১৩২৮৮), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (১২৪০০) ও মাহেলা জয়াবর্ধনে (১১৮১৪) এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (১১৯৫৩) ও শিবনারায়ান চন্দরপল (১১৮৬৭)। গত বৃহস্পতিবার থেকে ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে শুরু হয়েছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট। চার দিনের এই টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করে ৫৬.২ ওভারে ১৭২ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন জেমস ম্যাককলাম। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ৫১ রানে ৫ উইকেট নেন। জবাবে ৮২.৪ ওভারে ৪ উইকেটে ৫২৪ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ওভার প্রতি প্রায় সাড়ে ৬ করে রান নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটারার। দলের পক্ষে ওলি পোপ ২২ চার ও ৩ ছক্কায় ২০৮ বলে ২০৫ রান করেন। বেন ডাকেট ১৭৮ বলে ২৪ চার ও ১ ছক্কায় করেন ১৮২ রান। ৩৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৭ রান তুলেছে আয়ারল্যান্ড।