সোমবার, ২৩ জুন ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

ডিপিএলে খেলবেন সাকিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২

এফএনএস স্পোর্টস: শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজের প্রস্তুতির জন্য ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে খেলবেন সাকিব আল হাসান। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে নামবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। সাকিবের খেলা প্রসঙ্গে বাদল বলেন, ‘আমাদের পরবর্তী ম্যাচেই তাকে পাওয়া যাবে। লিগে আমাদের অবস্থানের জন্য নয়, আমার সাথে সম্পর্কের খাতিরে সে খেলতে চেয়েছে (প্রস্তুতি হিসেবে), যেহেতু তাঁর সামনে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। ’দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকে সাকিব প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। পারিবারিক কারণে টেস্ট সিরিজের আগেই দক্ষিণ আফ্রিকা ছাড়তে হয়েছিল তাঁর। বর্তমানে সাকিব যুক্তরাষ্ট্রে আছেন। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে বেশ শক্তিশালী দল গঠন করেছিল মোহামেডান। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে রিটেইন করার পাশাপাশি মাহমুদউল­াহ, সৌম্য, মিরাজকে দলে ভিড়িয়েছিল দলটি। তবে শিরোপা তো দূরের কথা সুপার লিগে পর্বেই উঠা হয়নি মোহামেডানের। লিগ শেষ করেছে সপ্তম স্থানে থেকে। লিগের বাইলজ অনুযায়ী যদি নির্দিষ্ট খেলোয়াড় কোনো দলের হয়ে একটি ম্যাচও না খেলে এবং সেই দলের খেলা শেষ হয়ে গেলে দলের অনুমতি সাপেক্ষে সেই খেলোয়াড় আরেক দলে খেলতে পারে। সেই নিয়মেই মুশফিক-মিরাজ শেখ জামালে খেলছেন। একই নিয়মেই মোহামেডানের সাকিব খেলতে যাচ্ছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। এদিকে, লঙ্কানদের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ৮ মে থেকে। সূত্র : ক্রিকবাজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com