বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

ডি মারিয়ার নতুন গন্তব্য কোথায়?

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: সৌদি প্রো লিগে বসতে যাচ্ছে তারার হাট। ক্রিস্তিয়ানো রোনালদো আল নাসরে যাওয়ার পর করিম বেনজেমা রিয়াল মাদ্রিদ ছেড়ে আল ইত্তিহাদে যোগ দিয়েছন। সম্ভাব্য যেসব তারকাকে ঘিরে একই গুঞ্জন। সেই তালিকার অ্যাঙ্গেল ডি মারিয়াও এক মৌসুম শেষে জুভেন্টাস ছাড়ার ঘোষণা দিয়েছেন। ফ্রি এজেন্ট হয়ে যাওয়ায় তাকে ঘিরে জোর গুঞ্জন হয়তো সৌদি আরবের কোনো ক্লাবেই যাচ্ছেন তিনি! বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন উইঙ্গারও যে সৌদি ক্লাবগুলোর নজরে আছেন সেটা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তাদের দেওয়া সূত্র মতে বিশ্বকাপ অথবা চ্যাম্পিয়নস লিগ জিতেছেন এমন তারকাদেরই লোভনীয় প্রস্তাব দিচ্ছেন তারা। ডি মারিয়ার মতো সেই তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদরিচ, টটেনহাম গোলকিপার উগো লরি ও ফরাসি এনগোলো কন্তেও। সবাই ক্যারিয়ারের শেষ লগ্নে এসে পৌঁছেছেন যদিও। এমন গুঞ্জনের মাঝে ডি মারিয়া জুভেন্টাস ছেড়ে যাওয়ায় দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি। তার আগে জুভেন্টাস থেকে বিদায় নেওয়া প্রসঙ্গে ডি মারিয়া সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘মনের এই শান্তি নিয়ে ক্লাবকে বিদায় বলছি যে অনেক চেষ্টার পরেও শিরোপা জয় সম্ভব হয়নি।’ ইনস্টাগ্রামে ৩৫ বছর বয়সী বিশ্বকাপ জয়ী আরও বলেছেন, ‘শিরোপা জিততে ব্যর্থ হওয়ার তিক্ত অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। পাশাপাশি এই আনন্দ নিয়েও যাচ্ছি যে, চমৎকার এক ড্রেসিংরুমের অংশ হয়েছিলাম, যেখানে অনেক বন্ধু পেয়েছি।’ সাত মৌসুম পিএসজিতে কাটিয়ে তুরিনের ক্লাবটিতে ডি মারিয়া যোগ দিয়েছিলেন। ট্রফিহীন মৌসুমে ক্লাবটিতে ৪০ ম্যাচ খেললেও গোল করেছেন মাত্র ৮টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com