বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলছে রস আনতে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাতক্ষীরার ঐতিহ্যের ধারক খেঁজুর রস, গুড়, পাটালী কয়েকদিন পরেই মহাসমারোহে দেখা মেলবে রসের দেবহাটায় কবর থেকে লাশ উত্তোলন আশাশুনি জলবায়ু সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালার বাস্তবায়নে কর্মশালা আশাশুনি বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা কুমিরায় রাস্তার উপর থেকে সরকারী গাছ কাটার সময় আটক ১ বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ও নার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মানবাধিকার সম্মাননা পেলেন আলহাজ্ব শাহজাহান জমাদ্দার ডুমুরিয়ায় সোনালী ব্যাংকে খেলাপি ঋণ আদায় ও ঋণ বিতরণ বিষয়ক মতবিনিময় কালিগঞ্জে অসহায় দরিদ্র ব্যাক্তিদের মাঝে কম্বল বিতরণ কালিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

ডুমুরিয়ায় ফুটপাথ দখল \ দু’মিনিটের পথ ২০মিনিট সময় লাগে \ জনদুর্ভোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়া বাজারের? শুধু ফুটপাত নয়, দখল হয়েছে সড়কের অংশ। এমন অবস্থা খুলনা সাতক্ষীরা ডুমুরিয়া বাসষ্টাড ডুমুরিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। ফলে সড়কে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। এই দুর্ভোগের শিকার হচ্ছেন চলাচলরত ভ্যান, অটোরিক্সার যাত্রীদের। বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাতে ব্যবসায়ীদের দোকানের কারণে বাধ্য হয়ে মানুষকে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে ঘটছে ছোট—বড় দুর্ঘটনা ঘটে চলেছে। গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাত দখল করে হকাররা বসিয়েছেন দোকান। হকারদের পাশাপাশি সড়কের পাশের দোকান মালিকরাও নিজেদের পণ্য সাজিয়ে রেখেছেন ফুটপাতে। ফলে বন্ধ হয়ে গেছে ফুটপাত। এ নিয়ে কথা বলতে গেলেই হকারদের দুব্যবহারের শিকার হন পথচারীরা। শুধু তাই নয়, ফুটপাতের এসব দোকানগুলোর সামনে ভ্যান বা মোটরসাইকেল বাখ্যা নিয়ে বাকবিতান্ডার মতো ঘটনা ঘটে। ঘুরে দেখা গেছে, ডুমুরিয়া মহিলা স্মৃতি মহাবিদ্যালয়ের থেকে ডুমুরিয়া কলেজ হাসপাতালের সামনের সড়কের পাশের ফুটপাতে গড়ে উঠেছে। সেখানে বিভিন্ন পণ্যের ভ্রাম্যমাণ দোকান দিয়েছে ব্যবসায়ীরা। এ পর্যন্ত সড়কের একপাশের পুরো ফুটপাত দখল করেছে ভাঙ্গাড়ি ব্যবসায়ীরা। এই ব্যবসায়ীরা রিতিমতো তাদের মালামাল ফুটপাতের উপরে সাজিয়ে রেখেন। এছাড়া কালি বাড়ি মাঝে মোড় সড়কের দুপাশের ফুটপাত দখল করে দোকান দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই এলাকায় সড়কের ধারে ভ্রামম্যাণ দোকান পেতে বসেছে ব্যবসায়ীরা। বিভিন্ন পণ্য বিক্রির জন্য দিনভর থাকে দোকানগুলো। পথচারী আব্দুর রহমান বলেন, মানুষের হাঁটার জন্য আর ফুটপাত নেই। সব গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাতের ব্যবসায়ীদের দখলে চলে গেছে। ফুটপাত ধরে চরাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। ফুটপাত দিয়ে হাঁটা যায় না। সড়ক দিয়ে হাঁটতে মানা। এছাড়া সড়ক দিয়ে হাটায় দুর্ঘটনার ঝুঁকি থাকে। উপাই নেই ফুটপাতের উপরের বিভিন্ন দোকানের ফাঁক— ফকর দিয়ে চলাচল করতে হচ্ছে। ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা অনেক বার মিটিংয় তোলা হলেও প্রশাসন কোন উদ্যোগ গ্রহণ করেনি। উপজেলা প্রশাসনকে উদ্যাগ নিতে হবে। বাজারের ব্যবসায়ী ইমন খান বলেন, ডুমুরিয়া ফল মার্কেট চাইলে ফুটপাত দখলমুক্ত করে দিতে পারে। কিন্তু সেটা করা হচ্ছে না। এখনও ডুমুরিয়া উপজেলা নবগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন ফুটপাত দখল মুক্ত হবে। আবার হঠাৎ করে এই ছোট ব্যবসায়ীদের তুলে দিলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়বে। তাই ফুটপাতের এই ব্যবসায়ীদের পক্ষ থেকে নির্দিষ্ট জায়গা করে দেওয়া উচিত। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন, তাদের ছোট ব্যবসা। কোনমতে সংসার চলে। দোকান ভাড়া নেওয়ার মতো টাকা নেয় তাদের। এছাড়া তাদের ব্যবসা ফুটপাতকেন্দি্রক। ফুটপাতের এসব দোকানগুলো থেকে মানুষ অল্প দামে জিসিন কেনে। তারা জানান, তাদের দোকানের কারণে পথচারীদের সমস্যা হচ্ছে। তবুও পেটের তাগিদে ফুটপাতে ব্যবসা করতে হচ্ছে তাদের। ডুমুরিয়া বাজারে কয়েক জন, ফল ব্যাবসায়ী ফুটপথ দখল করে নিয়েছে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি দেখবেন। উল্লেখ্য ডুমুরিয়া বাজারের সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে দোকানপাট বসিয়েছেন হকাররা। সাধারণ মানুষ ও পথচারীদের বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে সড়কের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। এতে শহরের বিভিন্ন সড়কে সব সময় সৃষ্টি হচ্ছে যানজট। পথচারীরা জানিয়েছেন দুই মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে ২০ মিনিট। রাস্তর দু’পাশে কাঁচামালের বাজার বসার কারনে মানুষের দুর্ভোগ বেড়ে চলছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের উদ্ধতন কর্তৃপক্ষ আশু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া জন্য জোর দাবী জানিয়েছেন ডুমুরিয়া এলাকার সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com