স্টাফ রিপোর্টার: ডুমুরিয়ার শরাফপুর বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ালেন জেলা আ’লীগের নেতা অজয় সরকার। গতকাল বিকালে নিহত ও আহতদের পরিবারের কাছে তাদের সার্বিক খোজ খবর নেন। জানাগেছে, গতকাল বিকালে ডুমুরিয়া উপজেলার শরাফপুর বাজারে মিলাদুন্নবী অনুষ্ঠানে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ভ্যান চালক ইব্রাহিম গাজী (৩৫) পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। পরে আহত ভ্যান শ্রমিক নজরুল সরদার, ইয়াছিন সরদার, রেজাউল সরদার ও রফিকুল ইসলাম। তাদের চিকিৎসার সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন। পরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে শরাফপুর রাজার ও পানিয়াখালী বাজারস্থ দলীয় কর্যালয়ে আ’লীগ নেতৃবৃন্দ সাথে পৃথক ভাবে মত বিনিময় সভা করে জেলা আ’লীগের তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা ৫ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী অজয় সরকার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরাফপুর ইউনিয়ন আ’লীগের আহবায়ক এএইচএম ওবাইদুল্লাহ, ডুমুরিয়া উপজেলা আ’লীগের নেতা রফিক শেখ, মাহাবুর রহমান, বক্কার সরদার, গিয়াস উদ্দিন মোড়ল, শাহাবুদ্দিন ফকির, মজিদ সরদার, যুবলীগের সভাপতি শ্যামদাশ, সম্পাদক রাজিব দাশ, যুবলীগের দিপ্ত কুন্ড, আল আমিন শেখ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।