ডুমুরিয়া প্রতিনিধি ॥ খুলনা জেলা ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়া সংলগ্ন ২০ গ্রামের ও বেশি মানুষ জলাবদ্ধতায় হায় হুতাশ করছে। শোলমারী ১০ ভেন্ট সুইস গেটের সামনে পলি জমে পানি নিষ্কাসন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা পানিতে নেমে পলি তুলছে। তারা জানায় ডুমুরিয়া বিল ডাকাতিয়া অঞ্চেেলর পানি নিষ্কাসনের লক্ষে কে জে ডি আরপি প্রকল্পের আওতায় ১৯৯৯ সালে ডুমুরিয়া উপজেলার শোলমারী নদীর মুখে বাঁধ দিয়ে ১০ ভেন্টের সুইস গেট নির্মাণ করা হয়। এতে বিল ডাকাতিয়ার মানুষ প্রায় দুই যুগ ধরে জলাবদ্ধ মুক্ত হয়ে মিষ্টি পানির সংস্পর্শে চিংড়ি ঘের ও,তার আইলে সবজি চাষ করে অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়িয়েছে এ এলাকার মানুষ। কিন্তু ২-৩ বছর আগে থেকে গেটের সামনে পলি পড়তে পড়তে পানি সরবরাহ এক প্রকার বন্ধ হয়ে গেছে। চলতি বছর মার্চ মাস থেকে ডাকাতিয়া বিলে আবার জলাবদ্ধতা সৃষ্টি হয়। চলতি মৌসুমে প্রজাপ্ত পরিমাণে বৃষ্টি হওয়ায় জলাবদ্ধতা পরিস্থিতি ভয়াবহ রুপ নেয়। অধিকাংশ চিংড়ি ঘেরের আইল পযন্ত পানি উঠে যাওয়ায় মানুষ নিরুপায় হয়ে উচ্চ মুল্যে নেট কিনে মাছ রক্ষার চেষ্টা করছে। পানি উন্নয়ন বোর্ড জানায়,২৫শে সেপ্টেম্বর থেকে পানি নামা শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় ১ফুট পানি নেমেছে, গেটের ভিতরের পাশ থেকে সামনে, শোলমারী নদীর তলদেশ উঁচু হওয়ায় আশারুপ পানি নামছে না। ডুমুরিয়া উপজেলার চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ বলেন প্রতিদিন এ এলাকার ভুক্তভোগী মানুষ পানিতে নেমে পলি তুলছে। ঠিকাদাররা ও কাজ করছে।তবে জরে আর বর্ষা না হলে আগামী ১০-১২ দিনের মধ্যে পানি কমে যাবে বলে আশা করা যাচ্ছে।