এফএনএস : ঢাকার শাহজাহানপুরে সড়কে গুলি চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে জাহিদুল ইসলাম টিপু (৫৪) মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। অন্যজনের নাম সামিয়া আফরিন প্রীতি (১৮)। বৃহস্পতিবার রাত ১০টার দিকে আমতলী পানামা ভবনের সামনের সড়কে দুর্বৃত্তরা মাইক্রোবাসে থাকা টিপুকে লক্ষ্য করে এই হামলা চালায় বলে স্থানীয়দের ভাষ্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন বলেন, গুলিবিদ্ধ টিপু এবং প্রীতিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। স্থানীয়রা বলছেন, হামলার সময় টিপু একটি মাইক্রোবাসে ছিলেন। দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালালে ওই সড়কে থাকা রিকশারোহী প্রীতিও গুলিবিদ্ধ হন। আহত হন টিপুর গাড়িচালক মুন্না (২৪)। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাত সোয়া ১১টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। আহত মুন্নাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডিএমপির মতিঝিল বিভাগের পুলিশের উপ-কমিশনার আবদুল আহাদ বলেন, টিপুর গাড়িতে আরও কয়েকজন ছিলেন। গাড়িটি যানজটে পড়েছিল। তখন রাস্তার বিপরীত দিকে থেকে একজন দুর্বৃত্ত হেলমেট পরে টিটুর গাড়ির জানালা দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে ওই হেলমেট পরা দুর্বৃত্ত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। কেন এই হত্যাকাণ্ড, পুলিশ তা তদন্ত শুরু করেছে বলে তিনি জানান।