মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন

তথাকথিত সাংবাদিক ঐক্যের জঘণ্য মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সভায় পূর্ব পরিকল্পিতভাবে সভাপতি-সাধারণ সম্পাদক সহ সিনিয়র সাংবাদিকদের উপর চড়াও হওয়া এবং জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এ প্রতিবাদ জানান সাংবাদিক নেতৃবৃন্দ। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপির সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নুর ইসলাম, দৈনিক সাতনদী সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাঃ সম্পাদক মোজাফফর রহমান, এম কামরুজ্জামান, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, সাবেক অর্থ সম্পাদক কাজী শওকত হোসেন ময়না, প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর শেখ ফরিদ আহমেদ ময়না, দৈনিক আজকের সাতক্ষীরার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবির, এসএম রেজাউল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দৈনিক যুগের বার্তার সম্পাদক আনম আবু সাঈদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, কামরুল হাসান, দৈনিক ইচ্ছেনদী সম্পাদক মকছুমুল হাকিম, আসাদুজ্জামান আসাদ, শাকিলা ইসলাম জুই, এম রফিক, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো: শহিদুল ইসলাম, কাজী জামাল উদ্দীন মামুন, বরুন ব্যানার্জি, জাহাঙ্গীর আলম কবীর, আবু তালেব মোল্যা, জিএম আদম শফিউল­াহ, নির্বাহী সদস্য মাসুদুর জামান সুমন, মো: আইয়ুব হোসেন রানা, ফয়জুল হক বাবু, মেহেদী আলী সুজয়, আব্দুল আলিম, হাফিজুর রহমান, এসকে কামরুল হাসান, মীর আবু বকর, এসএম আকরামুল ইসলাম, এম বেলাল হোসাইনসহ ৫৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com