তালা প্রতিনিধি \ বহুল প্রতীক্ষিত চায়না—বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল তালা উপজেলায় স্থাপনের লক্ষ্যে ইতিমধ্য সম্ভাব্য জায়গা জরিপ ও পরিদর্শন কাজ সম্পন্ন করা হয়েছে। গতকাল (২৪ শে এপ্রিল) উপজেলাধীন সাতক্ষীরা—খুলনা মহাসড়কে পার্শ্বে তিনটি উপযুক্ত জায়গা প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছে বলে জানা গেছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেলের নেতৃত্বে একটি টিম উক্ত সম্ভাব্য জায়গা পরিদর্শন ও জরিপ করা হয়। জানা গেছে, বাংলাদেশের উপকূলীয় এলাকা সাতক্ষীরার অবহেলিত তালা উপজেলায় বহুল প্রতীক্ষিত চায়না—বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল সাতক্ষীরা—খুলনা হাইওয়ের কুমিরা—সুভাশুনী এলাকার ৩ টি উপযুক্ত স্পট প্রাথমিকভাবে নির্বাচন করে প্রস্তাব প্রেরণ এর কাজ চলছে। এই হাসপাতাল স্থাপনের ফলে তালা উপজেলায় সর্বস্তরের জনগণের চিকিৎসা সেবায় নতুন দোয়ার উন্মোচন হবে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্টে্রট শেখ মোঃ রাসেল জানান, তালা উপজেলাবাসী একতাবদ্ধ থাকলে চায়না—বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল তালা উপজেলায় স্থাপনের দারুন সুযোগ রয়েছে।