শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

তালার মারুফা খাতুন মেডিকেলে চান্স পেয়েও ভর্তি অনিশ্চয়তায় ভুগছে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা নলতা জেলে পল­ীর তরুণী মারুফা খাতুন এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু আর্থিক সংকটে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে তার। মারুফার পিতা আজিদ বিশ্বাস একজন মৎস্যজীবী ও মা তাছলিমা বেগম একজন গৃহীনি। তাদের তিন সন্তানের মধ্যে মারুফা কাতুন বড়। তিনি তালার শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পান এবং তালা মহিলা কলেজে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে একই ফল অর্জন করেন মারুফা। পরে এমবিবিএস ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। মারুফার বাবা আজিত বিশ্বাস বলেন, নদীতে মাছ ধরে পাঁচ সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করতে হয়। আবার মেয়ের পড়াশোনার খরচ যোগাতে হিমশিম খেতে হয়। এ মুহূর্তে মারুফার ভর্তি খরচ, বই-খাতাসহ সাতক্ষীরায় স্থানান্তরের জন্য প্রায় ৪০ হাজার টাকা প্রয়োজন। এত টাকা কীভাবে জোগাড় করবো জানি না। মারুফা খাতুনের মা তাসলিমা বেগম বলেন, আমার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে। শুনেছি ডাক্তারি পড়তে অনেক টাকা লাগে। মেয়েটা ভর্তি হতে পারবে কি না জানি না। তবে অনেকেই সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। মেডিকেলে চান্সপ্রাপ্ত মারুফা খাতুন বলেন, অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল। আল­াহুর রহমতে ভর্তির রেজাল্টে নাম এসেছে। কিন্তু মেডিকেলে পড়ানোর মতো আর্থিক সচ্ছলতা নেই আমার পরিবারের। তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় তালা মহিলা কলেজের কৃতি ছাত্রী মারুফা খাতুন সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ হয়েছে। তবে মারুফার পরিবারের আর্থিক অবস্থা ভালো না। কিন্তু মেয়েটা খুব মেধাবী। আমাদের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হবে। পাশাপাশি অন্যদের এগিয়ে আসার আহŸান জানাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com