তালা প্রতিনিধি ঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তালায় গ্রীনম্যানের আয়োজনে গতকাল তালার খলিলনগর ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় দেড় শতাধিক ছাত্রীর উপস্থিতিতে কুইজ প্রতিযোগিতা ও নারীদের অগ্রযাত্রায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রীন ম্যানের প্রতিষ্ঠাতা ইমরান রাব্বির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতাপা রাহা। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দিপায়ন মণ্ডল, বিদ্যালয়ের শিক্ষক মোঃ সালাউদ্দিন, মোঃ জিয়াউর রহমান, মোছাঃ লতিফা খাতুন, অখিল কুমার মণ্ডল, মোঃ আকরাম হোসেন, মোঃ হায়দার আলী গ্রীনম্যান সংগঠনের সিনিয়র সদস্য সুজয় চক্রবর্ত্তী, রাজু ইসলাম প্রমূখ। কুইজে প্রথম হয়েছে শারমিন খাতুন, দ্বিতীয় মোছাঃ লাবিবা ও তৃতীয় হয়েছে রিক্তা আক্তার। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।