স্টাফ রিপোর্টার ঃ তালায় মেডিকেল চান্স প্রাপ্ত শিক্ষার্থীর পাশে দাড়ালেন র্যাব-৬ সাতক্ষীরা। র্যাব সূত্রে জানাগেছে, তালা উপজেলার অজিত বিশ্বাসের মেয়ে মারুফা খাতুন মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ন হলেও আর্থিক অনটনের কারনে মেডিকেলে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে র্যাব-৬ কোম্পানী কমান্ডার মো: ইশতিয়াক আহমেদ তার বাড়িতে গিয়ে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় তিনি বলেন, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে জনসেবা মুলক কাজ করে যাচ্ছে। মারুফার মত মেধাবী হত দরিদ্র ছাত্রীর পাশে থেকে সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। মারুফা দেশ ও জাতির ভবিষ্যৎ। মারুফা বলেন, আমার পরিবারের পক্ষে মেডিকেলের ভর্তি টাকা যোগাড় করা কষ্টসাধ্য হয়ে পড়ায় বিষয়টি জানতে পেরে র্যাব-৬ আমাকে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন। আমি র্যাবের প্রতি চিরকৃতজ্ঞ।