দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ,লীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার। তিনি বলেন, ৭ ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণই ছিল বাঙালি জাতির মুক্তিযুদ্ধের মূলমন্ত্র। সেদিন বঙ্গবন্ধুর আহবানে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করার সুবাধে আজ আমরা বাঙালি জাতি হিসেবে গর্বিত। বঙ্গবন্ধু এনে দিয়েছেন আমাদের স্বাধীনতা আর তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার, ধলবাড়ীয়া ইউনিয়ন আ,লীগের সভাপতি সজল মুখার্জী, কুশুলিয়া ইউনিয়ন আ, লীগের সভাপতি কাজী কাউফিল আরা সজল, কৃষ্ণনগর ইউনিয়ন আ,লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান প্রমুখ। এ সময় মুক্তিযোদ্ধা সকল ইউপি সদস্য ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগন সহ ইউনিয়ন আ,লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইফতেখার হোসেন।