এস এম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে দক্ষিণ শ্রীপুরে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কমিপটিটিভনেস প্রজেক্ট (এস এসিপি) আওতায় সোনাতলা গ্রামের কৃষক ব্যবসায়ী স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চত্তরে সবজি ফসলের পরিপক্কতা নিদর্শন উচ্চমূল্য ফসলের গ্রেডিং এবং মার্কেটিং ব্যবস্থাপনা পদ্ধতিতে ১২ টি ক্লাসের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে সনদ প্রধান ও বুথ পরিদর্শন করেন। উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের সভাপতিত্বে দক্ষিণ শ্রীপুর উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ আবু লতিফ শামসুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মানবিকা শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্যামল কান্তি মন্ডল, তারালি ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা আতাহার আলী, ধলবাড়িয়া ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার মন্ডল, মহিলা ইউপি সদস্য রোকেয়া পারভীন। এছাড়া এসএসিপি এর সদস্যবৃন্দ ও কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।