ডেস্ক রিপোর্ট \ শরীয়তপুর জেলা লিগ্যাল এইড অফিসে যারা আইনী সহায়তা নিতে আসছেন তারা প্রথম দিন যাতায়াত ভাড়া ও দুপুরের আহার বাবদ অর্থ সহায়তা পাচ্ছেন গতকাল থেকে। এটা কোন সরকারি অর্থ সহায়তা নয়। সম্পূর্ণ আলাদাভাবে একটি স্বতন্ত্র ফান্ড প্রতিষ্ঠা করেছেন শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি, শরীয়তপুর শেখ মফিজুর রহমান। তিনি ইতোপূর্বে সাতক্ষীরা ও মাগুরা জেলার জেলা ও দায়রা জজ থাকাকালেও সম্পূর্ণ নিজের চেষ্টায় এরূপ তহবিল গঠন করেন যা দ্বারা জেলার হাজার হাজার দরিদ্র মানুষ উপকৃত হচ্ছে। শরীয়তপুর জেলায় এমন তহবিল গঠন করায় বিচার প্রার্থী মানুষ, আইনজীবী সকলেই খুশি ও সন্তুষ্ট। উলেখ্য, বাংলাদেশে অন্য কোন জেলায় দরিদ্র অসহায় বিচার প্রার্থীদের জন্য এরূপ সুযোগ-সুবিধা প্রচলিত নেই।